Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

সড়ক দুর্ঘঠনায় ইন্তেকাল করেছেন-পল্লী চিকিৎসক বাচ্চু ডাক্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মস্তাননগর বাইপাস এলাকায় মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। ওই পল্লী চিকিৎসকের নাম হাজী একরামুল হক বাচ্চু (৬০)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। বাচ্চু বামনসুন্দর দারোগারহাট বাজারে তার নিজস্ব একরাম ফার্মেসীতে রোগী দেখতেন। তিনি উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের শফী মিস্ত্রি বাড়ির মৃত ছৈয়দুর রহমানের পুত্র। তিনি ১ পুত্র সন্তানের জনক এবং বামনসুন্দর দারোগারহাট বাজার কেন্দ্রীয় জামেমসজিদের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বারইয়ারহাট এলাকায় বাচ্চুর ভায়রার বাড়ি থেকে সোমবার দুপুরে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বামনসুন্দর দারোগারহাট ফেরার পথে মহাসড়কের মস্তাননগর বাইপাসে প্রাইভেটকারের (চট্টমেট্টো গ ১১৯৬১৭) সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। মুমুর্ষূ অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দুর্ঘটনার শিকার প্রাইভেটকারটি আটক করে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় মিঠানালা রাজাপুর জামে মসজিদের প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে বামনসুন্দর দারোগারহাট বাজারের ব্যবসায়ীরা কালো পতাকা উত্তোলনের পাশাপাশি দোয়া কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করবে।

Post a Comment

0 Comments