ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে তিনি মারা যান। জানা গেছে, মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে অচেতন অবস্থায় তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর বলে শুরুতেই নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরপর ইলেকট্রিক শক ও ইসিজি রিপোর্ট দেখার পর বেলা ৪টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক নূর হোসেন তাকেকে মৃত ঘোষণা করেন। তার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. হাসিব।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ও অভিনেতা রওনক হাসান বাংলাদেশ প্রতিদিনকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুরে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যায় ছিলেন। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, ‘তাজিনের অবস্থা আশঙ্কাজনক ছিল। নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি। অভিনয় শিল্পী সংঘ সব সময় তার পাশে ছিল। এতো কিছুর পরও তিনি চলে গেলেন।’
অভিনেতা রওনক হাসান বলেন, ‘আমরা খবরটি বেলা ৩টা ২০ মিনিটে পেয়েছি। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না।’
তাজিন আহমেদের জন্ম ঢাকার লালবাগে তার নানুবাড়িতে। সেখানেই তার বেড়ে ওঠা। বাবা কামাল আহমেদ এবং মা দিলারা জলি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। একটি বেসরকারি ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মা দিলারা জলির প্রোডাকশন হাউজ ছিল। ‘নাট্যজন’ নাটকদলের হয়ে মঞ্চে কাজ করেছেন। ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দেন। শেষদিন পর্যন্ত তিনি ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত ছিলেন। টিভি নাটকে অভিনয় করে পরবর্তীতে দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেন। রেডিও এবং টেলিভিশনেও উপস্থপনা করেছেন তাজিন। লেখালেখিতেও বেশ পারদর্শী তিনি। তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ এই দুটি নাটক। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’, ‘অনুর একদিন’, ‘এক আকাশের তারা’, ‘হুম’, ‘সম্পর্ক’ ইত্যাদি।
0 Comments
Thank You