Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

রাস্তা নয় যেন চাষের জমি: মীরসরাই-ফটিকছড়ি সড়ক

মিরসরাই সদর প্রতিনিধি: ভোগান্তির শেষ নাই হাজার মানুষের, মীরসরাই থেকে পূর্ব দিকে প্রায় ২ কিলোমিটার রাস্তা ভাঙ্গাচুরা গর্তে ভরা, মানুষ চলাচলের দুর্ভোগের সীমা নেই। গত বর্ষা জুড়ে বিভিন্ন ভোগান্তির চিত্র পত্রিকায় প্রকাশ হওয়ার পর ঠিকাদার গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন শুকনো মৌমুমে উন্নয়নের কাজ করে দিবেন। কিন্তু ৯ মাস পর অাবার সেই বর্ষা চলে অাসলেও উন্নয়নের কাজ হয়নি সড়কের। জনগণ বলছে যত দ্রুত সড়ক উন্নয়ন এর কাজ হোক এটা অামরা চাই, এই ভাবে চলতে থাকলে রাস্তায় চাষ করা যাবে ফসল, অন্য দিকে CNG চালক জানিয়েছে রাস্তার জন্য অামাদের গাড়ির অসুবিধা হয়, ঠিক মত ভাড়া হয় না অামাদের, এই মহুতে অামারা মাননিয় মন্ত্রী মোশারফ হোসেন মহদয়ের কাছে অামাদের অাকুল অাবেদন করছি উনি বিষয়টি দেখার জন্য।

Post a Comment

0 Comments