Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

এইচএসসরি ফল প্রকাশ ১৯শে জুলাই




এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৯শে জুলাই। ওইদনি সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা র্বোডগুলোর ফলাফলরে সারসংক্ষপে তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহদি। এরপর দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়রে সম্মলেন কক্ষে সংবাদ সম্মলেনে বিস্তারিত ফল তুলে ধরবেন তিনি। আজ বৃহস্পতবিার শিক্ষা মন্ত্রণালয়রে জনসংযোগ র্কমর্কতা অফরাজুর রহমান এ তথ্য নশ্চিতি করছেনে। গত ২রা এপ্রলি শুরু হয় এইচএসসি ও সমমানরে পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলে ১৩ই মে র্পযন্ত।

আর ১৪ থকেে ২৩শে ম’ের মধ্যে অনুষ্ঠতি হয় ব্যবহারিক পরীক্ষা। এবার অংশ নয়িছেনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী এর মধ্যে ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র ও ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী। এইচএসসিতে আটটি সাধারণ র্বোডরে অধীনে অংশ ননে ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন শীক্ষার্থী। আর মাদ্রাসা র্বোডরে অধীনে আলীমে ১ লাখ ১২৭ জন, কারগিরি র্বোডরে অধীনে এইচএসসি (বিএম)-এ ১ লাখ ১৭ হাজার ৭৫৪ জন ও ডিআইবিএসে পরীর্ক্ষাথীর সংখ্যা ছলি ৯৬৯ জন। এছাড়া বিদেশের সাতটি কেন্দ্রে শিক্ষার্থী ছিলেন ২৯৯ জন । তাদরে মধ্যে ১৫৯ জন ছাত্র ও ১৪০ জন ছাত্রী।

Post a Comment

0 Comments