Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

মাল্টি ফেব্স লিমিটেড পোশাক কারখানার বয়লার বিষ্পোরনের এক বছর!



২০১৭ সালের ০৩ জুলাই গাজীপুর কাশেমপুরে ভয়াবহ বয়লার বিষ্পোরনের এক বছর পূর্ণ হলো । ওই দুর্ঘটনায় ১৩ জন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়,এবং ১ জন পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । এবং আহত হয় অর্ধশতাধিক মানুষ, অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্ঝালড়ে, আবার কেউবা অভাব-অনটনে দিন পার করছেন । কারখানা মালিকপক্ষ নিহত,আহত ব্যক্তিদের সাহায্য-সহযোগিতা করেছেন। তবে এই দূর্ঘটনায় নিহত এবং আহত অনেকের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তিকে হারিয়ে পরিবার নিয়ে হীমশিম অবস্থায় আছেন পরিবারগুলোর অন্যান্য সদস্যরা।এ ব্যাপারে কারখানা মালিক পক্ষ এবং সমাজের অনেক হৃদয়বান ব্যক্তিবর্গ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করলেও, শ্রম মন্ত্রনালয়ের পক্ষ থেকে ঘোষিত ৩ লক্ষ টাকা অনুদান  এবং ২ লক্ষ টাকা ইন্সুরেন্স  সহ পাঁচ লক্ষ  টাকার এখনও কোন হদিস নেই শ্রমপ্রতি মন্ত্রী মজিবুল হক সুন্নু উক্ত কারখানাটি পরিদর্শনে এসে এসব অনুদানের কথা সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে ছিলেন ।মাল্টিফেব্স এর এই দুর্ঘটনা কাঁদিয়েছে বাংলাদেশের সমগ্রমানব জাতিকে,যাহা ইতিহাসে স¥রনীয় হয়ে থাকবে।মাল্টি ফেব্স এর ভয়াবহ বয়লার দূর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের সকল অনুদানগুলো যথা শীগ্রই দেয়া হলে নিহত ও আহতের পরিবারগুলো খুব সহজে ঘুরে দাঁড়াতে পারত বলে মনে করেন সংশ্লিষ্টরা ।

Post a Comment

0 Comments